মানিকগঞ্জের দৌলতপুরে আগুন লাগা ঘর থেকে ছাগল বাচাতে গিয়ে গৃহবধু দগ্ধ হয়েছেন। গতকাল রাত ০২.৩০ দিকে দৌলতপুর থানার খোর্দ্দছাতিয়ান গ্রামের খামারপাড়ায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ গৃহবধুর নাম চায়না (৩০)। সে রাজমিস্ত্রি পিন্টুর স্ত্রী। জানা যায়, পিন্টুর খুবই ছোট একটি সংসার। তার নিজের...